জীবনের কিছু বাস্তব কথা
বাস্তব কথা,,, জীবন নিয়ে হাজারো বাস্তব কথা আছে। এগুলো যুগে যুগে বিভিন্ন বিখ্যাত ব্যক্তি এবং সাধারন মানুষ বলে গেছেন, যা আমাদের মাঝে সরনীয় হয়ে গেছেন। কিছু বাস্তব কথা এবং সেরা বাস্তবতা সম্পর্কিত স্ট্যাটাস দেয়া হলো । আশাকরি কথা গুলো অনেক ভালো লাগবে । সব গুলো ভালো লাগার মত । চলুন একটু দেখে নেই সেই কথা গুলো ।
১) লক্ষে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে । আর অপেক্ষাটা তো সুধু সময়ের হওয়া উচিৎ।
২) যোগ্য ব্যক্তিরা-ই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা।
৩) জীবন. একটি সাইকেল চালানোর মত। পরে যেতে না চাইলে অবশ্যই আপনাকে চলতে থাকতে হবে।
৪) পৃথিবীতে সবাই ধোয়া তুলসি পাতা শুধু তুলসি গাছে যে পানি দেয় সেই খারাপ তাই নয় কি।
৫) এই ভালোবাসা কাউকে দিবেন না,যে ভালোবাসা সব সময় তাকে কাঁদাবে।
৬) সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়।
৭) জীবন কারো জন্য থেমে থাকেনা,যেমন সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করেন।
৮) একজন কতটা উত্তম সেটা তার চেহারায় নয় বরং কথার মাধ্যমে ফুটে ওঠে।
৯) আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর চলমান নয়, বরং আমাদের কর্মের উপর চলমান।
১০) আপনার অর্থের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে হবে নতুবা এর অভাব আপনাকে চিরকাল নিয়ন্ত্রণ করবে।
১১) জীবনকে যদি তুমি ভালোবাসো, তাহলে সময়ের অপচয় কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি।
১২) যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়।
১৩) যে মানুষ টাকা খরচ করে ও টাকা জমায় বা সঞ্চয় করে সেই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি , কারণ দুটি কাজ করারই পুলক সে অনুভব করতে পারে ।
১৪) সবাই তোমার বিরুদ্ধে হোক তাতে ক্ষতি নেই, কিন্তু মনে রেখো জীবনে কখনই হাল ছেড়ে পালিয়ে যাওয়ার কথা মাথায় আসতে দিওনা সেটাই হলো সাফল্যের একমাত্র পথ।
১৫) নিজের উপর বিশ্বাস থাকলে সব সমস্যা ধুলো মনে হয় আমি এখন জীবনের খুব কঠিন সমস্যার মধ্যে দিন কাটাছি তবুও নিজেকে সব সময় বলি আমি পারবো একদিন সফল হবোই এই মনের জোর শুধু মাত্র সহজ জীবন থেকে পেয়েছি।